ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গু আক্রান্ত হয়ে দিনাজপুরে গৃহবধূর মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী আক্তার নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে, গত শনিবার সন্ধ্যায় ৬টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি হন শিল্পী আক্তার। 

শিল্পী আক্তার (২৬) ঠাকুরগাও জেলা সদরের সালোন্দার গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। 

দিনাজপুর জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস এর সত্যতা নিশ্চিত করে জানান, ঠাকুরগাও সদর হাসপাতালে শিল্পী আক্তার (২৬) চিকিৎসাধীন ছিল। ওই রোগী জটিল অবস্থায় গত শনিবার সন্ধ্যার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যায়। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন রোগী ভর্তি রয়েছে বলেও জানান তিনি।  

বিডি-প্রতিদিন/মাহবুব

 



এই পাতার আরো খবর