ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মোরেলগঞ্জে নেই ডেঙ্গু শনাক্তকরণ কিট, দেওয়া হয়েছে চাহিদাপত্র
মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ডেঙ্গু রোগী শনাক্তকরণের জন্য কোনো পরীক্ষা-নিরীক্ষা সামগ্রী বা কিট নেই। কেউ ডেঙ্গু জ্বরে আক্রন্ত কি না, তা জানার জন্য কিট থাকা জরুরি হলেও মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে তা নেই। মশাবাহিত প্রাণঘাতী এ রোগ যথাসময়ে নির্ণয় করে চিকিৎসা করাতে না পারলে রোগীর মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে।

তবে সোমবার ২০০ ডেঙ্গু শনাক্তকরণ কিটের চাহিদাপত্র দেওয়া হয়েছে বাগেরহাট জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ও রোগী মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। উপকূলীয় এ উপজেলায় যাতে দ্রুত এ জ্বর শনাক্ত করে যথাযথ চিকিৎসা দেওয়া যায়, সে লক্ষ্যে ২০০ ডেঙ্গু শনাক্তকরণ কিট চেয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোরেলগঞ্জ হাসপাতালে কয়েক বছর ধরে প্যাথলজি বিভাগের কোনো অস্তিত্ব নেই। কিন্তু জ্বর নিয়ে কোনো রোগী ভর্তি হলে বহিরাগত প্যাথলজিস্ট ডেকে পরীক্ষা করানো হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর