ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পিরোজপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২১ জন
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছে ২১ জন।

এরমধ্যে নেছারাবাদ উপজেলা আক্রান্ত হয়েছে ১০ জন রোগী। এসব রোগীরা জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসা নিচ্ছে। আবার অনেক জ্বর আক্রান্ত রোগী ভুগছেন ডেঙ্গু আতঙ্কে। জেলার সাধারণ মানুষ ডেঙ্গু সম্পকে সচেতন না থাকায় বাড়ছে এর প্রাদুর্ভাব। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৪৮ জন রোগী । গত ৬ মাসে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৬৬ জন। ভর্তি রোগীর অধিকাংশই ঢাকা, চট্টগ্রাম থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে পিরোজপুরে এসেছেন। জেলা সিভিল সার্জন অফিস থেকে আক্রান্তের এ তথ্য পাওয়া গেছে।

জেলা হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুন রোগী ভর্তি থাকায় কিছুটা হিমশিম খাচ্ছেন তারা। তবে আক্রান্ত রোগীকে সকল ধরনের চিকিৎসা দিচ্ছেন বলে জানায় কর্তৃপক্ষ। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর