ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে কিছুটা কমেছে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ডেঙ্গু রোগী কিছুটা কমেছে। সব শেষ চিকিৎসাধীন আছেন ৭৭ রোগী। আজ সোমবারের রিপোর্ট অনুযায়ী গতকাল রবিবার চিকিৎসাধীন ছিলেন ৭৭ জন ডেঙ্গু রোগী। 

এর আগে গত শনিবার চিকিৎসাধীন ছিলেন চলতি মৌসুমের সর্বোচ্চ সংখ্যক ৮৪ জন রোগী। এর আগে শুক্রবার ৭৬ জন, বৃহস্পতিবার ৫২ জন, বুধবার ৫২ জন এবং গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ৪৭ জন ডেঙ্গু রোগী। 

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

এদিকে ডেঙ্গু রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডগুলোতে মানবিক সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ওষুধপত্র পরীক্ষা-নিরীক্ষা সব কিছুই বাইরে থেকে করাতে হচ্ছে তাদের। ডেঙ্গু চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় গুরুতর রোগীদের ঢাকা পাঠানো হচ্ছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর