ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘ডেঙ্গুতে পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা হয়নি’
অনলাইন ডেস্ক

বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণার মতো অবস্থা এখনও হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশিদ আলম।

আজ রবিবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

খুরশিদ আলম বলেন, ‘পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করার মতো পরিস্থিতি আমরা দেখছি না। যখন করোনা ছিল, তখন এটা করা হয়েছিল। পাবলিক হেলথ ইমার্জেন্সি যদি প্রয়োজন হয়, তাহলে সেটা পলিসি লেভেলে আলোচনা করতে হবে। আমরা আমাদের কনসার্ন পলিসি লেভেলে জানিয়েছি।’

তিনি বলেন, ‘এবার বর্ষা দেরিতে শুরু হয়েছে তাই ডেঙ্গু মৌসুম লম্বা হওয়ার শঙ্কা রয়েছে। ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলোয় জনবল সংকট নিরসনে আমরা ব্যবস্থা নিয়েছি। রাজধানীর সব সরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা আছে। নির্দিষ্ট একটি হাসপাতালে না গিয়ে ডেঙ্গু চিকিৎসায় অন্যান্য সেসব হাসপাতালে আছে, সেখানে যাওয়ার অনুরোধ করছি।’

‘আমরা দেখছি আশঙ্কাজনকভাবে ডেঙ্গু রোগী বাড়ছে। আমরা চিকিৎসা দিচ্ছি, দেব, তবে রোগীর সংখ্যা বাড়তেই থাকলে নিশ্চয়ই আমরা সংকটে পড়ব। এখন পর্যন্ত আমাদের কোনো সংকট নেই। আমরা সবাই মিলে যদি ডেঙ্গু প্রতিরোধ করতে চাই, আশা করছি পারব।’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা (বিএমএ) মুগদা হাসপাতালে অনুষ্ঠান করেছেন। অর্থাৎ একটা হাসপাতালে অনুষ্ঠান করার মতো অবস্থা এখনও আছে। তাহলে বোঝা যাচ্ছে, পরিস্থিতি খুব খারাপ হলে তারা সেখানে যেতেন না। পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করার তো অবস্থা এখনও হয়নি।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 



এই পাতার আরো খবর