ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখা বাড়ছে
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন চার জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২১ জন।

রবিবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সো. কাউছার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২১ জন রোগী রয়েছেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ, চার জন নারী ও চার জন শিশু রয়েছে। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়লেও এখনো ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যায়নি। চলতি বছরে এখন পর্যন্ত ১২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।  

জুলাই মাসে আক্রান্ত রোগীর সবচেয়ে হার বেশি। চলতি বছরের জানুয়ারি মাসে ৪ জন, ফেব্রুয়ারি মাসে ৪ জন, মার্চ মাসে ২ জন, এপ্রিল মাসে ৩ জন, মে মাসে ১২ জন, জুন মাসে ৪৮ জন ও জুলাই মাসে এখন পর্যন্ত ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ বাহা উদ্দিন জানান, জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে সেটার হার খুব বেশি নয়। ডেঙ্গু রোগীর চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের নতুন ভবনে সপ্তম তলায় ৩৬ বেডের ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। আজকে পর্যন্ত এই হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। জেলার ডেঙ্গু পরিস্থিতির অবনতি বা রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর