ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ময়মনসিংহে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের
ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরিফ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১২ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার বাড়ি ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় হলেও ঢাকা থেকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি মাসে চারজনের মৃত্যু হলো।

ডেঙ্গু ইউনিটের মুখপাত্র ডা. ফরহাদ হোসেন হীরা বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৭২ জন। ভর্তিকৃতরা সকলেই ময়মনসিংহ জেলার বাসিন্দা হলেও ঢাকা, গাজীপুর, মাওনা বা তার আশপাশ থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে অভিযান শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত।

মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব জানান, সোমবার দুপুরে নগরীর গুলকিবাড়ি এলাকার দুইটি বহুতল ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে ভবন মালিকদের ১০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর