ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হবিগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী
হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দিন যত যাচ্ছে বাড়ছে আক্রান্ত। আর এতে করে হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। ফলে জেলাজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, একটু সচেতন হলেই ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব। আর এ জন্য পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে চারপাশ। 

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেলায় এ পর্যন্ত ৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৭ জন চিকিৎসা নিচ্ছেন হবিগঞ্জ সদর হাসপাতালে। বাকি ২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। জানা গেছে, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর প্রথম দিকে কম রোগী থাকলেও বর্তমানে প্রতিদিনই নতুন শনাক্ত বাড়ছে। সবশেষ গত মঙ্গলবার নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার বলেন, হবিগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় ডেঙ্গু রোগীদের জন্য আদালা কর্ণার খোলা হয়েছে। সেখানে মশারি টানিয়ে বিশেষ ব্যবস্থায় তাদের চিকিৎসা চলছে। এছাড়া ডেঙ্গু শনাক্তের জন্য হাসপাতালে যতেষ্ট কিট রয়েছে। আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করছি।  

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর