ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেরপুরের ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক
শেরপুর প্রতিনিধি

শেরপুরে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ১১ জুলাই এ বছরে প্রথম ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন নকলার বাবুল নামে একজন। তিনি ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন। এর পরের তিনদিনে ৯ জনসহ এ পর্যন্ত হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন মোট ৫৭ জন।

আজ রবিবার দুপুর পর্যন্ত ভর্তি আছেন ২১ জন। সন্দেহজনক ডেঙ্গু নিয়ে আরও অন্তত ১০ জন হাসপাতালের অবস্থান করছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আক্রান্তরা সবাই ঢাকায় আসা যাওয়া করেছেন। শেরপুরের এই অবস্থাকে স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত স্বাভাবিক বললেও উদ্বেগজনক মনে করছে জেলাবাসী। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে।

হাসপাতালের সহকারি পরিচালক ডা. আল বেরুনী খান বলেন, খুব প্রয়োজন না হলে ঢাকা আসা যাওয়া না করাই ভালো। যাত্রীবাহী বাস ট্রাক ট্রেনগুলোতে মশক নিধন স্পে ব্যবহার নিশ্চিত করা উচিত। জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৪০ শয্যা চালু রাখা হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। লোকবল সংকটের কারণে কিছুটা সমস্যা হলেও স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ নজর রাখছে। ঔষুধ ও পরীক্ষা নিরীক্ষার কোনো সংকট নেই। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর