ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাগুরায় ডেঙ্গুতে একজনের মৃত্যু
মাগুরা প্রতিনিধি
প্রতীকী ছবি

মাগুরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি মাগুরায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু বলে জানা গেছে।

মৃত ব্যক্তির নাম সোহেল মন্ডল (১৮)। তিনি মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের রাকু মন্ডলের ছেলে। পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

মাগুরার সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান জানান, মঙ্গলবার সোহেল ডেঙ্গু আক্রান্ত হয়ে মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়। পরে অবস্থার অবনতি হলে বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়। এটি মাগুরায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু।

তিনি আরও জানান, গত ২৬ জুন মাগুরায় প্রথম ডেঙ্গু শনাক্ত হয়। এখন পর্যন্ত ২২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৪৬ জন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালসহ ৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকি ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বুধবার থেকে ২৪ ঘণ্টায় মাগুরায় ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই  



এই পাতার আরো খবর