ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সুকুমার কীর্তনিয়া। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামে।
বুধবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে পরপর চারদিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত জেলায় চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মারা গেছে। এদের মধ্যে ৩ জনের বাড়ি ফরিদপুরে। অপর ৫ জনের বাড়ি রাজবাড়ী, মাগুরা ও মাদারীপুর জেলায়।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। জেলায় এ পর্যন্ত ২ হাজার ১৩৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এদের মধ্যে ১৮১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ৩১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/শফিক