ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বরিশাল বিভাগে বেড়েছে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী আরও বেড়েছে। বুধবারের রিপোর্ট অনুযায়ী গতকাল মঙ্গলবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের সকল জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ৯৭৫ জন রোগী। 

এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলে সর্বাধিক ২০৭ জন সহ বরিশাল জেলায় ৩৭১ জন, পটুয়াখালীতে ২২৯ জন, পিরোজপুরে ১৫২ জন, বরগুনায় ১২০ জন, ভোলায় ৮৩ জন ও ঝালকাঠীতে ২০ জন। 

এর আগে গত সোমবার বিভাগের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ৯৪৫ জন এবং রবিবার চিকিৎসাধীন ছিলেন ৯৩১ জন ডেঙ্গু রোগী। 

চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলায় ৩ জন, বরগুনায় ১ জন, পিরোজপুরে ১ জন এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর