ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিরিনা বেগম (৩৮) নামের এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মারা গেছেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিরিনা ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের ব্যবসায়ী কাজী আজিজুলের স্ত্রী। উপজেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম জানান, ফকিরহাট উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ফকিরহাটের মৌভোগ গ্রামের শিরিনা বেগম গত মঙ্গলবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় উপজেলা নতুন করে উপজেলা হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। জুন মাস থেকে এ পর্যন্ত ৬০জন রোগী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর