ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
প্রতীকী ছবি

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বুধবার পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়। তাছাড়া, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয় ৭৯ জন। তারা সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি।  

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলেখা আক্তার (২৮) নামে এক নারী মারা যান। এর আগে গত রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাড়ি সীতাকুণ্ডে। তিনি এক্সপান্ডেন্ট ডেঙ্গু সিন্ড্রোম নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাছাড়া, ওই দিন রাতে হিরা মিয়া (১৮) নামে আরও এক তরুণের মৃত্যু হয়। তিনিও সীতাকুণ্ডের বাসিন্দা। গত মঙ্গলবার নতুন আক্রান্ত হয় ৭৯ জন। এর মধ্যে ৫ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩১ জন চমেক হাসপাতালে, ৮ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে, ৬ জন জেনারেল হাসপাতালে এবং ২৯ জন নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হন। চলতি বছর চট্টগ্রামে মোট আক্রান্ত হন ৪ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ২৬৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এব ৪ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর মৃতদের মধ্যে শিশু-কিশোর ১৯ জন, পুরুষ ১২ জন ও নারী ১৯ জন।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর