ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাদারীপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে
অনলাইন ডেস্ক

মাদারীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় ৫৮ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৬ জন। এর মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯০৮ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১০৮ রোগী। আক্রান্তের মধ্যে সদর উপজেলার হার সবচেয় বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে শিবচর উপজেলা।   

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সঠিক চিকিৎসা নেয়া হলে অধিকাংশই রোগী দ্রুত সুস্থ হয়ে যায় বলেও জানান তিনি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 



এই পাতার আরো খবর