ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ২৬৮
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো তিন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মুত্যুর সংখ্যা দাঁড়াল মোট ৩০ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন মোট ২৬৮ জন। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আছেন ফরিদপুর সদর উপজেলার ইসাইল গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী মরিয়ম বেগম (৪০)। তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ওই হাসপাতালে ভর্তি হন। পরদিন শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ছাড়া মাগুরা জেলার বাবুখালী গ্রামের খোকন খানের স্ত্রী রুবিয়া (৬০) গত শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তির পর ওইদিন রাতেই মারা যান। জেলার সদরপুর উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামের শেখ দলিলউদ্দিনের ছেলে শেখ ইসহাক (৭৫) শুক্রবার বিকেলে মারা গেছেন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বৃহস্পতিবার। 

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান গণমাধ্যমকে বলেন, এ অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। জেলার সব উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অন্য জেলা থেকেও ডেঙ্গু রোগী ফরিদপুরে চিকিৎসা নিতে আসছেন। সেজন্য রোগীর চাপ বাড়ছে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর