ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিরাজগঞ্জে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিমল কৃষ্ণ (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত বিমল কৃষ্ণ রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামের বিনয় কৃষ্ণের ছেলে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৮ জন।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ইয়াছিন আলী জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৭২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫৫৩ জন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৪ জন। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে।

সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ফ.ম ওবায়দুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি এসব রোগীর চিকিৎসা চলছে।হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন রয়েছে। ক্রিটিক্যাল অবস্থা হলে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এএম

 

 



এই পাতার আরো খবর