ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে কারণে নারীদের মৃত্যু বেশি
ডেঙ্গু সংক্রমণ কবে কমবে, যা জানাল স্বাস্থ্য অধিদফতর
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ডেঙ্গু সংক্রমণ কবে কমবে- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক  (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেছেন, ‘টেম্পারেচার ডাউন না হলে হয়ত ডেঙ্গু সংক্রমণটা কমবে না। ডেঙ্গুটা এখন টেম্পারেচারের ওপর নির্ভরশীল। বৃষ্টি না থামলে কমার সম্ভাবনা দেখছি না। ডেঙ্গু সংক্রমণ প্রকৃতির ওপর নির্ভরশীল না হলেও এডিস মশার বংশ বৃদ্ধিটা ঠিকই প্রকৃতির ওপর নির্ভর করছে’।

আজ বুধবার বিকালে এডিসের লার্ভা নিয়ে এক জরিপের ফলাফল নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ডেঙ্গুতে নারীদের বেশি মৃত্যুর কারণ প্রসঙ্গে অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, বেশ কিছু কারণে নারীদের মৃত্যুর হার বেশি পাচ্ছি। প্রথমত আমাদের ফিমেলরা যেকোনো কারণেই হাসপাতালে দেরি করে এসেছে। আরেকটি বিষয় হলো এবছর প্রেগন্যান্ট মায়ের অনেক বেশি ডেঙ্গু আক্রান্তের ইতিহাস পাওয়া গেছে, আপনারা জানেন প্রেগন্যান্ট মায়েরা ডেঙ্গুতে একটু বেশি ভার্নারেবল, যেকারণে এবার অনেক বেশি তাদের মৃত্যু হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর