ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭১
অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ১২৫ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১৭১ জন রোগী ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগে সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিমলা (৭০) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আফসানা (২১) শের ই বাংলা মেডিক্যাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২৮ হাজার ৪৫৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৩২৮ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ১২৫ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর