ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেলে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত জানুয়ারি থেকে শের-ই বাংলা মেডিকেলে ১০৩ জন সহ বিভাগে ১৩৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। 

এদিকে, শের-ই বাংলা মেডিকেলে সহ বিভাগে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। 

গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তারা হলেন ঝালকাঠী সদরের নেহালপুরের মনোয়ারা বেগম (৫৫), বরিশাল জেলার বাকেরগঞ্জের মোসাম্মত হালিমা (৭০), গৌরনদী উপজেলার হালিমা বেগম (৭১) এবং মুলাদী উপজেলার মো. লোকমান (৩৮)। 

এ নিয়ে গত জানুয়ারি থেকে বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়। 

এদিকে, শের-ই বাংলা মেডিকেলে সহ বিভাগে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। শনিবারের রিপোর্ট অনুযায়ী গত শুক্রবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৮২১ জন রোগী। এর আগে বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিল ৮৪৪ জন ডেঙ্গু রোগী। 

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর