ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাজশাহীতে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১
অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার জেসমিন বেগম (৫০) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পলাশ (২৯)। 

এর মধ্যে জেসমিন বেগম মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১টায় এবং পলাশ রাত দেড়টার দিকে মারা যান। তারা দু'জনই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ গণমাধ্যমকে বলেন, দুই দিনের জ্বর নিয়ে জেসমিন ও পাঁচ দিনের জ্বর নিয়ে পলাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাদের ভ্রমণের রেকর্ড নেই। তারা স্থানীয়ভাবেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের শারীরিক অবস্থা জটিল হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত যেসব রোগী আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন, তারা একদম শেষ স্টেজে (মুহূর্তে) আসছেন। ফলে সেই সময় রোগীর অবস্থা একবারে ভালো থাকে না। তারা যদি আক্রান্ত হওয়ার পরই চলে আসতেন তাহলে হয়ত চিকিৎসায় সারিয়ে তোলা সম্ভব হত।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন ডেঙ্গু রোগী। এ সময় ছাড়পত্র পেয়েছেন ১৭ জন। চলতি বছর হাসপাতালটিতে ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে মোট ভর্তি হয়েছিলেন ৩ হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১৯৯ জন।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর