ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশাল শেবাচিমে ডেঙ্গুতে আরও দুই রোগীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে শের-ই বাংলা মেডিকেলে ১১০ জন এবং বিভাগের ৬ জেলায় ১৪৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। 

এদিকে, বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা বেড়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন জেলার মেহেন্দিগঞ্জের আনোয়ারা বেগম (৫০) ও উজিরপুরের হারতা এলাকার সেবিকা সমদ্দার (৩৫)। এ নিয়ে চলতি মৌসুমে শের-ই বাংলা মেডিকেলে ১১০ জন এবং বিভাগের ৬ জেলায় ১৪৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, শনিবারের রিপোর্ট অনুযায়ী, গতকাল শুক্রবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৭৯৪ জন ডেঙ্গু রোগী। এর আগে বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিল ৭০৩ জন এবং বুধবার চিকিৎসাধীন ছিলেন ৭১১জন ডেঙ্গু রোগী।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর