ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪২
অনলাইন ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৪২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩০৯ জন।

মারা যাওয়া ওই ব্যক্তি হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের বাসিন্দা হুমায়ূন কবির (৫০)। রবিবার দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৮৭১ জন। এর মধ্যে ২২ হাজার ৪২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর