ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
অনলাইন প্রতিবেদক
প্রতীকী ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৫৭০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৬২ রোগী। তাদের মধ্যে ৯৩৩ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৪৩৮ জন। 

বুধবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিন লাখ চার হাজার ৬৯৮ জন।

বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ৯৮ হাজার ৯৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ১৭৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এক হাজার ১০৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

 

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর