ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৯
অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে ১৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে এ বছরের প্রথম ১০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৪ জন। তাদের মধ্যে ঢাকায় ২০২ জন এবং বাকি ৩৪২ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন।

নতুন বছরের প্রথম ১০ দিনে চার জনের প্রাণ কেড়েছে এইডিস মশাবাহিত রোগটি।

বুধবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩৬৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১৮৫ জন ঢাকায় এবং ১৮১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮১ জন।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর