ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম ২০ দিনে এখন পর্যন্ত এ রোগে ১৩ জনের মৃত্যু হলো।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন মারা যাওয়া দুইজন ঢাকা মহানগরের বাইরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১২ জন ভর্তি হয়েছেন।

এ বছরের প্রথম ২০ দিনে দেশে এখন পর্যন্ত ৮২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৯৮ জন ও ঢাকার বাইরে ৫২৩ জন রয়েছেন।

গত বছর ডেঙ্গুতে মারা যান ১ হাজার ৭০৫ জন। আর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর