ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭৪ ডেঙ্গু রোগী
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৪ জন; এসময়ে এইডিস মশাবাহিত এ রোগে কারো মৃত্যু হয়নি।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ৮৪ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে। এর বাইরে বরিশাল বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৭ জনে। এর মধ্যে মারা গেছেন ৫০ জন।

দেশের বিভিন্ন হাসপাতালে বুধবার সকাল পর্যন্ত ৪৩৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ২৪৩ জন; ঢাকার বাইরে ছিলেন ১৯১ জন।

২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় গত বছর।

বিডি প্রতিদিন/জুনাইদ 



এই পাতার আরো খবর