ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মাদারীপুরের শিবচরের চাঁদনী আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত চাঁদনী উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের হৃদয় সরদারের স্ত্রী। তার ৩ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঢাকার মিরপুরে ফুপাতো ভাই শওকত সরদারের বাসায় বেড়াতে গিয়েছিলেন চাঁদনী ও তার পরিবার। এরপর সেখান থেকেই জ্বরে আক্রান্ত হন। দুইদিন জ্বর থাকার পর টেস্ট করলে ডেঙ্গু ধরা পড়ে। অবস্থা খারাপ হলে গত বুধবার ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয়। নিহত চাঁদনীর ফুপাতো ভাই শওকত সরদার বলেন, ডেঙ্গু ধরা পড়ার পর অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ৩টার দিকে মারা যায়। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ