ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তিন শিশুকে এক ভরি করে তিনটি স্বর্ণের চেইন, ফলমূল ও কাপড় উপহার
‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামের সেই জমজ ৩ শিশুকে প্রধানমন্ত্রীর উপহার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামের সেই জমজ ৩ শিশুকে প্রধানমন্ত্রীর উপহার

নারায়ণগঞ্জে এক নারীর তিন সন্তান জন্ম নেওয়ার পর তাদের নাম পদ্মা সেতুর নামে যথাক্রমে ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’ নামকরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই অভিনন্দনবার্তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার মোহাম্মদ শামীম মুসফিক নারায়ণগঞ্জে গিয়েছিলেন। তিনি জানিয়ে গেছেন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। পৌঁছে দিয়েছেন উপহারস্বরূপ এক ভরি করে তিনটি স্বর্ণের চেইন, ফলমূল ও কাপড়। 

সোমবার বিকালে বন্দরের নবীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে যান শামীম মুসফিক। সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদাসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা। অপুর স্ত্রী এ্যানি বেগম ওই সময়ে তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। তাদের তিন সন্তানের মধ্যে একজন ছেলে ও দুইজন মেয়ে। ছেলের নাম রেখেছেন স্বপ্ন আর দুই মেয়ের নাম রেখেছেন পদ্মা ও সেতু, যা একসাথে হয় ‘স্বপ্নের পদ্মা সেতু’। বর্তমানে মা ও সন্তানেরা সকলেই সুস্থ রয়েছে।

সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রীর একসাথে তিন সন্তানের জন্ম হয়েছে। এই জন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’। আমাদের কাছেও নাম পছন্দ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করছেন। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। আর এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এই নাম দেওয়া। 

এর আগে গত ১৮ জুন নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে জন্ম নেয় এক ছেলে ও দুই মেয়ে।

এ বিষয়ে চিকিৎসক ডা. বেনজির হক পান্না বলেন, এ্যানি নামে ওই নারী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সম্পূর্ণ সময় নিয়ে এই নবজাতকদের জন্ম হয়েছে। তাদের কোনো সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেতো কিন্তু রোগীর তাগিদে সিজার করতে হয়েছে। একসাথে তিনি সন্তান পেয়ে তারা সকলেই খুশি। পদ্মা সেতুর উদ্বোধনের মাসে একসাথে তিন নবজাতকের জন্ম। এটাকে স্মরণীয় রাখার জন্যই ‘স্বপ্নের পদ্মা সেতু’র নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর