ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উন্নয়নকামী মানুষের মিলনমেলায় পরিণত হবে পদ্মার পাড়: মির্জা আজম
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। এই সেতু আমাদের সক্ষমতার ও আত্মবিশ্বাসের প্রতীক। পদ্মা সেতু বাংলাদেশের মানুষের জন্য গৌরবের। শেখ হাসিনা যখন পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করেন তখন দেশবিরোধীরা নানা কথা বলেছে। আজ পদ্মা সেতুর জন্য দেশের মানুষ তথা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের মনে অনেক আনন্দ। সেই আনন্দ ছুঁয়ে যাবে আগামী ২৫ জুন পদ্মার পাড়ে। উন্নয়নকামী মানুষের মিলনমেলায় পরিণত হবে পদ্মার পাড়।’

আজ বুধবার দুপুরে জাজিরা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, ‘শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে পদ্মা সেতু হতো না। জাতির পিতার কন্যা যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন। আওয়ামী লীগ গণমানুষের দল বলেই জনগণের কল্যাণে কাজ করে। এই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে স্বতঃফূর্তভাবে দলীয় নেতাকর্মীরা এবং স্বাধীনতায় বিশ্বাসীরা অংশগ্রহণ করবেন।’

উপজেলা চেয়ারম্যান মোবারক সিকদারের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু এমপি, সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন,  নাহিম রাজ্জাক এমপি প্রমুখ।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর