ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পদ্মা সেতুকে চিন্তা করতে হবে অর্থনৈতিক করিডর হিসেবে: পানি সম্পদ উপমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘পদ্মা সেতুকে শুধু একটা সেতু এবং যোগাযোগ করিডর হিসেবে চিন্তা না করে আমাদের চিন্তা করতে হবে অর্থনৈতিক করিডর হিসেবে। পদ্মা সেতুর মাধ্যমে আমরা ট্রান্সপোর্ট কানেকটিভিটি, ইনভেস্টমেন্ট কানেকটিভিটি, জনগণের সাথে জনগণের যোগাযোগ স্থাপন করতে পারব।’

আজ বুধবার দুপুরে জাজিরা আওয়ামী লীগের বর্ধিত সভায় পানি সম্পদ উপমন্ত্রী এসব কথা বলেন। পানি সম্পদ উপমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু চালু হলে মোংলা ও পায়রা পোর্ট আমাদের অর্থনীতির মূল সঞ্চালক হিসেবে কাজ করবে।’

পানি সম্পদ উপমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা নদীর উপর সেতু নির্মাণ করা দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ফলে বাঙালি জাতির ঐতিহাসিক অর্জন হিসেবে আজ বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রীর সুনিপুণ দক্ষতার জন্যেই একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। পদ্মা সেতু চালু হলে সামগ্রিক অর্থনীতি গতিশীল হবে।’



এই পাতার আরো খবর