ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জাতীয় মসজিদে দোয়া
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হলো আজ শনিবার সকালে। বহুল কাঙ্ক্ষিত এই সেতুর উদ্বোধন হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-দক্ষিণ পরিশ্চমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী হলো। আর এই পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

আজ শনিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।

এদিন বাদ জোহর জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

এর আগে শুক্রবার (২৪ জুন) বাদ জুমা পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ও বন্যাদুর্গতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমিতেও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর