ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দেশে আরও একটি উৎপাদন ইউনিট চালু এ্যাভেরী ডেনিসনের
অনলাইন ডেস্ক

বাংলাদেশে আরও একটি উৎপাদন ইউনিট চালু করেছে এ্যাভেরী ডেনিসন। বন্দর নগরীর কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এ অবস্থিত ২ হাজার ৫২ বর্গমিটার আয়তনের ইউনিটটি স্থানীয় গ্রাহকদের আরও চাহিদামাফিক এবং উচ্চ গুণমানসম্পন্ন সেবা প্রদান করবে। এর মাধ্যমে এ্যাভেরী ডেনিসন ও সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারক টেক্সটাইল ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বীতা করার ক্ষমতা বৃদ্ধি পাবে।

 ইয়ংওয়ান কর্পোরেশন কর্তৃক ১৯৯৯ সালে কর্ণফুলী নদীর তীরে নির্মিত কেইপিজেড শিল্প-কারখানার উন্নয়ন এবং স্থানীয় জনগণ ও পরিবেশের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এর আওতায় রয়েছে দেশের সর্ববৃহৎ (৪০ মেগাওয়াট) ছাদ-সৌর প্রকল্প যা নয়ায়নযোগ্য শক্তির মাধ্যমে শিল্প-কারখানায় বিদ্যুৎ সরবরাহ করে। এখানে ৪০০টি ভিন্ন প্রজাতির ২৫ লক্ষাধিক গাছ রোপন করা হয়েছে। ভূগর্ভস্থ পানি রিচার্জের জন্য এখানে আছে ২৫টি হ্রদ ও জলাশয়, যেগুলো প্রতিবছর প্রায় ৫০০ মিলিয়ন (৫০ কোটি) গ্যালন বৃষ্টির পানি ধারণে সক্ষম।

  বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর