ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সীমান্ত খুলে দেওয়ায় এশিয়ায় ভ্রমণ খাত নিয়ে আশাবাদী এয়ারবাস
অনলাইন ডেস্ক

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপ করা সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এশিয়াজুড়ে উড়োজাহাজে ভ্রমণ বাড়তে পারে বলে জানিয়েছে ইউরোপের বহুজাতিক অ্যারেস্পেস করপোরেশন এয়ারবাস। শুক্রবার তারা আরও বলেছে, আগামী ২০ বছরে এ অঞ্চলে উড়োজাহাজের চাহিদা ব্যাপকভাবে বাড়তে পারে। খবর এএফপির।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশকিছু দেশ থেকে করোনা সংক্রমণ রোধে আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর পরই সেসব দেশে উড়োজাহাজের চাহিদা বাড়তে দেখা যায়। তবে এক্ষেত্রে পিছিয়ে এশিয়া। এ অঞ্চলে এখনো বিদেশি পর্যটকদের প্রবেশে বাধা রয়েছে এবং বেশকিছু দেশে বাধ্যতামূলক কোয়ারেন্টিনও চলমান।

সম্প্রতি, এশিয়ার কিছু দেশ ঘোষণা করেছে তারা কভিড-১৯ প্রতিরোধী টিকাগ্রহণকারী বিদেশি যাত্রীদের প্রবেশাধিকার দেবে। করোনার কারণে ফ্লাইট কমে যাওয়ায় উড়োজাহাজ শিল্প বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে, হাজার হাজার কর্মী চাকরিচ্যুত হয়েছে। নতুন ঘোষণায় এ খাত ফের চাঙা হয়ে উঠতে পারে। 

এয়ারবাসের বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্সিস ভিদাল বলেন, ‌‘কয়েক বছরে এ বাজার খুব কঠিন সময় পার করেছে। তবে এখন নিশ্চিত সে অবস্থার উন্নতি হচ্ছে। তাই এ সময়টা আবারও বিমান চলাচলের জন্য স্বস্তিকর সময় হতে যাচ্ছে।’

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর