ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাস্টারকার্ড ‘ফিনটেক অ্যান্ড স্টার্টআপ লিডার্স মিট ২০২২’
অনলাইন ডেস্ক
মাস্টারকার্ড ‘ফিনটেক অ্যান্ড স্টার্টআপ লিডার্স মিট ২০২২’

প্রথমবারের মতো ‘ফিনটেক অ্যান্ড স্টার্টআপ লিডার্স মিট ২০২২- এর আয়োজন করেছে মাস্টারকার্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) ভিকাস  ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ এবং বিভিন্ন বিশিষ্ট ফিনটেক ও স্টার্টআপ এর ফাউন্ডার এবং সিইওরা। এ ছাড়া এই আয়োজনে কী-নোট প্রদান করেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ এর ফাউন্ডার ও চেয়ারম্যান ড. মো. মাসরুর রিয়াজ।

মাস্টারকার্ড সম্পর্কে জানতে ভিজিট করুন www.mastercard.com। মাস্টারকার্ড হলো একটি বিশ্বজনীন আধুনিক প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান। এই কোম্পানির লক্ষ্য হচ্ছে, জনগণকে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক সেবার সাথে সম্পৃক্ত করা, যাতে তাদের প্রত্যেকের ক্ষমতায়ন বাড়ে। মাস্টারকার্ড লেনদেন সেবাকে অধিকতর সহজ, নিরাপদ, স্মার্ট ও সহজলভ্য করে তোলার মাধ্যমে বিশ্বজুড়ে সব জায়গায় সবাইকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করতে চায়। মাস্টারকার্ড নিরাপদ ডেটা ও নেটওয়ার্ক, পার্টনারশিপ ও পারস্পরিক সম্পর্ক ব্যবহার করে এবং উদ্ভাবন ও সমাধান নিয়ে আসার মাধ্যমে ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান, সরকার ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্ভাবনা কাজে লাগাতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। মাস্টারকার্ড প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে সব জায়গায় শোভন সংস্কৃতি বজায় রেখে নিরন্তর কাজ করে চলেছে। বর্তমানে বিশ্বের ২১০টিরও বেশি দেশ ও অঞ্চলে মাস্টারকার্ডের কার্যক্রম বিস্তৃত রয়েছে।   বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর