ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মে মাসে ঊর্ধ্বমুখী থাকলেও রুবলের মান এখন নিম্নমুখী
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

মার্কিন ডলারের বিপরীতে বৃহস্পতিবার রুশ মুদ্রা রুবলের মান কমেছে ১৭ শতাংশ; যা মে মাসের পর সর্বনিম্ন। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য মস্কো টাইমস।

রুবলের আধিপত্য ঠেকাতে এবং ইউরোপে জ্বালানি রফতানি কমাতে মুদ্রাবাজারে রুশ কর্তৃপক্ষ হস্তক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। 

দ্য মস্কো টাইমসকে বিশ্লেষক নিক ট্রিকেট জানান, রুশ কর্তৃপক্ষ চীনের মুদ্রা ইউয়ানসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মুদ্রা ক্রয়ে সমন্বয় করছে; যাতে রুবলের বিনিময় হারকে কৃত্রিমভাবে সংকুচিত করে রাখা যায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া বিশেষ অভিযান শুরু করলে রুবলের মানে ধস নামে। কিন্তু আমদানি হ্রাসসহ বিভিন্ন কারণে নাটকীয়ভাবে রুবল শক্তিশালী হয়ে উঠে। কিন্তু কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, রুবল শক্তিশালী হয়ে উঠলে রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ রুবলের ঊর্ধ্বমুখী মান রাশিয়ান পণ্য রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ গত সপ্তাহে বলেছিলেন, রুশ সরকার রুবলের ঊর্ধ্বমুখী চাপ স্বাভাবিক করতে মুদ্রাবাজারে হস্তক্ষেপের বিষয়টি বিবেচনায় রেখেছে।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর