ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকা-মুম্বাই রুটেও ভিসতারার ফ্লাইট
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ভারতীয় এয়ারলাইন্স ভিসতারা ১৫ নভেম্বর থেকে ঢাকা-মুম্বাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার ২টি ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি।

ভিসতারার ফ্লাইট ইউকে ১৮৩ মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে মুম্বাই বিমানবন্দর ছাড়বে এবং সকাল ১১টায় ঢাকায় পৌঁছাবে।

ফিরতি ফ্লাইট ইউকে ১৮৪ স্থানীয় সময় দুপুর ১২টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে মুম্বাই পৌঁছাবে।

উল্লেখ্য, ভিসতারা ঢাকা-দিল্লি রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।  

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর