ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হলেন আখলাকুর রহমান
অনলাইন ডেস্ক
আখলাকুর রহমান

আখলাকুর রহমানকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে বেসরকারি ঢাকা ব্যাংক। সম্প্রতি তাকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দেয়া হয়। 

এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কর্পোরেট ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকিং পেশায় প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে আখলাকুর রহমানের। তিনি ইউসিবিএল এর সাথে তার কর্মজীবন শুরু করেন। ১ মার্চ ১৯৯৮ সালে তিনি ঢাকা ব্যাংকে যোগদান করেন। 

ঢাকা ব্যাংকে তার দীর্ঘ কর্মজীবনে কর্পোরেট ব্যাংকিং প্রধান, ব্যাংকের বিভিন্ন কর্পোরেট শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত আখলাকুর রহমান বারিধারা শাখা, গুলশান শাখা এবং বনানী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা ব্যাংকের উন্নয়নে তার বিশেষ অবদান রয়েছে।

আখলাকুর রহমান বাংলাদেশ, চীন, ইতালি, ভারতসহ বিভিন্ন দেশে নানান পেশাদার ব্যাংকিং প্রশিক্ষণ প্রোগ্রামে যোগদান করেন। তিনি চট্টগ্রাম সেন্ট প্লাসিড স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের পিতা।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর