ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ব্রিটিশ হাইকমিশনার ও বাণিজ্যদূতকে স্বাগত জানাল ইউসিবি
অনলাইন ডেস্ক

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উচ্চপদস্থ প্রতিনিধিদের একটি দলকে সম্প্রতি নিজেদের ক্যাম্পাসে স্বাগত জানিয়েছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।

সম্প্রতি ইউসিবি’র ক্যাম্পাসে অতিথিরা এই বিশেষ পরিদর্শনে আসেন এবং বাংলাদেশে যুক্তরাজ্য-কেন্দ্রিক উচ্চশিক্ষা প্রসঙ্গে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

আগত অতিথিদের মধ্যে ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, যুক্তরাজ্যের বাণিজ্যদূত রুশনারা আলী এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ’এর কান্ট্রি ডিরেক্টর টম মিসিওসিয়া। ইউসিবির পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানান এসটিসি গ্রুপের সিইও (হায়ার এডুকেশন) ড. সন্দীপ অনন্তনারায়ণন; ইউসিবি’র সিওও মোশাররফ খান; হেড অব মার্কেটিং আমিদ হোসাইন চৌধুরী; ইউসিবি-এলএসই’র হেড অব এনরোলমেন্ট মোহাম্মদ মেহরাব; ইউসিবি-মোনাশ এর হেড অব এনরোলমেন্ট-কাজী খাইরুন আহমেদসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। আগত অতিথিরা বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ তৈরিতে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর