ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

আবারও সিএসই’র চেয়ারম্যান হলেন আসিফ ইব্রাহিম
অনলাইন ডেস্ক
আসিফ ইব্রাহিম

আবারও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আসিফ ইব্রাহিম। ডিমিউচ্যুয়ালাইজেশন আইন ২০১৩ অনুসারে আগামী তিন বছরের জন্য সিএসইর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

রবিবার সিএসইর বোর্ড সভায় তাকে নির্বাচিত করা হয়। 

সিএসইর চেয়ারম্যান হিসেবে ৩ বছর মেয়াদে ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করেছেন আসিফ ইব্রাহিম। ফের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে সিএসই বোর্ডে আগামী তিন বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য আসিফ ইব্রাহিম, আব্দুল হালিম চৌধুরী, কাসিফ রেজা চৌধুরী, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসেন, ইস্তার মহল এবং নাকিব উদ্দিন খানকে মনোনিত করেন। এরপর সিএসইর বোর্ড তাদের নিয়োগ দিয়েছে।

আসিফ ইব্রাহিম ১৯৬৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। তিনি ২০১১ ও ২০১২ সালে ঢাকার ব্যবসায়ীদের সব থেকে বড় সংগঠন ডিসিসিআই’র সভাপতির দায়িত্ব পালন করেন।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর