ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তা
৪০ হাজার মানুষের জন্য পানির স্থিতিস্থাপকতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ডব্লিউএসউপি
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের নিম্ন আয়ের জনগোষ্ঠীর ৪০,০০০ সদস্যের জন্য পানির স্থিতিস্থাপকতা বৃদ্ধির উদ্দেশ্যে সম্প্রতি ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দি আরবান পুওর (ডব্লিউএসইউপি)-কে অনুদান দিয়েছে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন (টিসিসিএফ)। 

উন্নত অবকাঠামো ও সেবা প্রদান এবং মানুষের পানি ব্যবহার সংক্রান্ত ধরন উন্নতির মাধ্যমে পরিষ্কার, নিরাপদ পানির সরবরাহ সহজলভ্য করে তোলাই এই প্রকল্পের লক্ষ্য।    দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া ম্যাডসবার্গ বলেন, “নিরাপদ পানির টেকসই সহজলভ্যতার বিষয়টি দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে পানির সহজলভ্যতা বাড়ানোর জন্য ডব্লিউএসইউপি-র উদ্যোগে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।”   ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দি আরবান পুওর (ডব্লিউএসইউপি)-র ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার মোঃ হাবিবুর রহমান বলেন, “চট্টগ্রামে নিম্ন আয়ের মানুষের বড় জনগোষ্ঠী রয়েছে। তারা সমাজের মেরুদণ্ড এবং সমাজে তাদের অবদান প্রশংসনীয়। কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তায় আমরা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে এবং তাদের জনগোষ্ঠীর উন্নয়নে সাহায্য করতে পারবো।”  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর