ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

চুক্তি সই
বিবিয়ানা কেন্দ্রে সাত বছর রক্ষণাবেক্ষণ করবে মিতসুবিশি পাওয়ার
অনলাইন ডেস্ক

বিবিয়ানা-থ্রি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সিসিপিপি) জন্য সাত বছরের দীর্ঘমেয়াদি পরিষেবা চুক্তি (এলটিএসএ) সই করেছে মিতসুবিশি পাওয়ার। এ চুক্তির ফলে এলটিএসএর অধীনে মিতসুবিশি পাওয়ার নির্ভরযোগ্যতা বাড়াতে এবং কর্মক্ষমতা ও দক্ষতা চালনা করতে প্ল্যান্টের গ্যাস টারবাইন এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ উৎপাদন সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন সেবা দেবে।

বিবিয়ানা-থ্রি সিসিপিপি বাংলাদেশের বৃহত্তম গ্যাস টারবাইন কম্বাইন্ড সাইকেল (জিটিসিসি) পাওয়ার প্ল্যান্টগুলোর মধ্যে একটি। প্ল্যান্টটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) মালিকানাধীন।

বিপিডিবির সঙ্গে মিতসুবিশি পাওয়ারের দীর্ঘস্থায়ী সম্পর্ক শুরু হয় ১৯৮৭ সালে পুরাতন হরিপুর পাওয়ার স্টেশনে বাংলাদেশের প্রথম গ্যাস টারবাইন স্থাপনের মাধ্যমে। ২০১৬ সালে মিতসুবিশি পাওয়ারকে একটি এম৭০১এফ গ্যাস টারবাইন ইনস্টল করার জন্য বিপিডিবি দ্বারা কমিশন করা হয়েছিল। ২০১৯ সালে জিটিসিসি কার্যক্রম শুরু করার পর থেকে এম৭০১এফ গ্যাস টারবাইনটি দেশের অন্যতম দক্ষ গ্যাস টারবাইন।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর