ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

আরও বাড়ল ডলারের দাম
অনলাইন ডেস্ক

রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়ানো হয়েছে। ফলে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৫ টাকা। এতদিন রপ্তানিকারকরা পেতেন ১০৪ টাকা।  

বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা লেনদেনের নিবন্ধন পাওয়া বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) রপ্তানি বিল কেনার ক্ষেত্রে প্রতি ডলারের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা করেছে।

এই দর রবিবার থেকে কার্যকর হয়েছে। ফলে ব্যাংকগুলো ওই দিন রপ্তানি বিল কিনেছে ১০৫ টাকা করে। আমদানি খাতে ডলার বিক্রির ক্ষেত্রেও দাম বাড়িয়েছে গড়ে এক টাকা। এখন এ খাতে ১০৭ থেকে ১০৮ টাকা করে ডলার বিক্রি হচ্ছে। আগে ছিল ১০৫ থেকে ১০৭ টাকা।

এদিকে নগদ ডলারের দামও বেড়েছে। বেশিরভাগ ব্যাংক এখন নগদ ডলার ১০৮ থেকে ১১০ টাকা করে বিক্রি করছে। তারা ১০৫ থেকে ১০৮ টাকা করে নগদ ডলার কিনছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর