ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সচল হলো বাংলাদেশ ব্যাংকের সার্ভার
অনলাইন ডেস্ক

প্রায় সাত ঘণ্টা সার্ভার ডাউন থাকার পর সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা সার্ভারের সমস্যা সমাধান করায় সন্ধ্যা ৭টা থেকে সব লেনদেন স্বাভাবিকভাবে চলছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সার্ভারে সমস্যা দেখা দিলে ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তর করা যাচ্ছিল না। একই কারণে কিছু ব্যাংকের এটিএম বুথ থেকেও টাকা তুলতে সমস্যা দেখা দিয়েছিল।

এর আগে বুধবার (০৫ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে এই সমস্যা দেখা দেয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দুপুর ১২টার দিকে কম্পিউটারে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে সংযোগ পাননি তারা।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর