ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডিএসইতে ৫৭২ কোটি টাকা লেনদেন
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কিছুটা বেড়েছে। মঙ্গলবার ৫৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ৯৬ কোটি টাকা বেশি। এছাড়া এদিন ডিএসইতে ৭৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে ডিএসইর সূচক বেড়েছে ৮ পয়েন্ট।  

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মঙ্গলবার ৩১৬টি কোম্পানির ৯ কোটি ৩৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে; যার মোট মূল্য ৫৭২ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৭৮টি কোম্পানির শেয়ারের, কমেছে ৬৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টি কোম্পানির শেয়ারের দাম। 

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৩ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৮ পয়েন্টে উন্নীত হয়েছে। 

ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৭ লাখ ৭৭ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর