ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঘুষ বন্ধ করলেই শ্রমিকদের বেতন বাড়িয়ে দেবো : জহির স্বপন
নিজস্ব প্রতিবেদক
আব্দুল্লাহ আল জহির স্বপন

এক্সিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আব্দুল্লাহ আল জহির স্বপন বলেছেন, 'আমাদের প্রত্যেকটা খাতে, প্রতিটি জায়গায় ঘুষ দিতে হয়। এনবিআর, কাস্টমস, পুলিশ, ভ্যাট, শ্রম মন্ত্রণালয় সব জায়গায় ঘুষ দিয়ে কাজ করতে হয়। খাত ভেদে ৫ থেকে ৭ শতাংশ ঘুষ দিয়ে কাজ করতে হয়।’

‘কেন ঘুষ দিতে হবে? সরকারি কর্মকর্তাদের, প্রতিষ্ঠানগুলোকে ঘুষ নিতে নিষেধ করেন তাহলেই আমরা শ্রমিকদের চাহিদা পূরণ করতে পারবো।’

বুধবার (১ নভেম্বর) গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ‘পোশাক শিল্পের উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা সভা’ শীর্ষক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জহির স্বপন আরও বলেন, ‘বিজিএমইএ হলো প্যারালাল গভর্নমেন্ট। আমরা বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, কাস্টমস এসব জায়গায় আমরা ঘুরে ঘুরে পায়ের চামড়া ক্ষয় করে ফেলি। নাকে খত দিতে হয় সেখানে গিয়ে। কেন? অথচ আমাদের মাধ্যমে কত মানুষ চাকরি পেয়েছে। সরকার কয়জনকে চাকরি দিয়েছে? আমাদের বিজিএমইএ অফিসে সবকটি সরকারি প্রতিষ্ঠানের অফিসের সাব-অফিস স্থাপন করতে হবে। এয়ারপোর্টে আমাদের জন্য দুই-তিনটা কামরা ছেড়ে দিয়ে অফিসের সুযোগ করতে হবে। এনবিআরে আমাদের জন্য আলাদা অফিস রাখতে হবে। আমাদের অগ্রাধিকার দিতে হবে সেবা দেওয়ায়।’

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর