ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নারী-শিক্ষার্থী-পর্যটকের জন্য প্রিপেইড কার্ড চালু করল ডাচ্-বাংলা ও মাস্টারকার্ড
অনলাইন ডেস্ক
নারী-শিক্ষার্থী-পর্যটকের জন্য প্রিপেইড কার্ড চালু করল ডাচ্-বাংলা ও মাস্টারকার্ড

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) ও মাস্টারকার্ড যৌথভাবে নারী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য প্রিপেইড কার্ড চালু করেছে।

নারীদের জন্য ‌‌‌'ফেমিনা কার্ড', শিক্ষার্থীদের জন্য 'ক্যাম্পাস কার্ড' ও পর্যটকদের জন্য 'ট্রাভেল বা ভ্রমণ কার্ড' চালু করেছে ব্যাংকটি।

ডাচ-বাংলা ব্যাংক জানিয়েছে, ইএমভি চিপ-সম্বলিত এই কার্ডগুলো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) ও টু ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবহারের মাধ্যমে নির্বিঘ্নভাবে সশরীরে (ফিজিক্যাল) ও স্পর্শহীনভাবে (কন্টাকলেস) নিরাপদে লেনদেন করা যাবে। এছাড়া, কার্ডহোল্ডাররা কার্ড-সংক্রান্ত সহায়তার জন্য যেকোনো সময় সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর