ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পুঁজিবাজারে মূলধন বেড়েছে সাত হাজার কোটি টাকা
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে লেনদেনের পরিমাণ কমেছে। তবে পুঁজিবাজারে মূলধন বেড়েছে সাত হাজার কোটি টাকা। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে। মোট লেনদেনের ৩৪ শতাংশই ১০টি কোম্পানির দখলে। শীর্ষ ১০ কোম্পানির লেনদেনে পাঁচটিই ‘বি’ ক্যাটাগরি বা দুর্বল কোম্পানির শেয়ার।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গেল সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির ৫০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। বাকি ৫০ শতাংশ ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার টপটেনে অবস্থান করেছে। এদের মধ্যে পাঁচটির দর বাড়লেও কমেছে পাঁচটির শেয়ার দর। গেল সপ্তাহে মোট লেনদেনের ৩৪ দশমিক ২৬ শতাংশ শেয়ার ১০ কোম্পানির দখলে রয়েছে। এই দশ কোম্পানি লেনদেন করেছে ৬৯০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। 

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ১৬ কোটি ৪৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৯২৭ কোটি ৮৬ লাখ টাকা। এই সময়ের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩১ দশমিক ১৩ শতাংশ। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫০৪ কোটি ১১ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৫৮৫ কোটি ৫৭ লাখ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, দর কমেছে ৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ২১১টি কোম্পানির। লেনদেন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার।

সপ্তাহে সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৬ দশমিক ৫০ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯৩ দশমিক ৮৩ পয়েন্টে। এ ছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস এক দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৪ দশমিক ১৩ পয়েন্টে।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর