ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

আগামীতে বাংলাদেশ ও সৌদির সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে : ধর্মমন্ত্রী
অনলাইন ডেস্ক

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ন। আগামীতে দু’দেশের মধ্যকার এই সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে।

আজ মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রী তার অফিস কক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলেনের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

এসময় তারা আগামী দিনে দু’দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সু-সংহতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া, হজের নিবন্ধন পরিস্থিতি, হজযাত্রী পরিবহন, ঢাকায় এরাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনের বিষয়সহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়।

সৌদি রাষ্ট্রদূত পুনরায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খানকে অভিনন্দন জানান। এসময় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম উপস্থিত ছিলেন।  

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর