ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘জয়ী থ্রি সিক্সটি’ উদ্বোধন করলো আইপিডিসি
অনলাইন ডেস্ক

ঢাকার মিরপুরে নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি ফাইন্যান্স-এর লোন সেবা ‘জয়ী’-কে কেন্দ্র করে বিশেষায়িত উপশাখা ‘জয়ী ৩৬০’ উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের অবদানকে বেগবান করতে ও তাদের সম্ভাবনাময় আগামীর সঙ্গী হতে এই উপশাখাটির কার্যক্রম শুরু করেছে আইপিডিসি। 

‘জয়ী’ মূলত নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমের প্রসারে সহায়তায় আইপিডিসি’র একটি লোন সেবা যা যাত্রা শুরু করে ২০১৮ সালে। এবার প্রতিষ্ঠানটি ‘জয়ী’ লোন সেবার সাথে আরও কিছু সুযোগ-সুবিধা যুক্ত করে উপশাখাটি চালু করেছে।

‘জয়ী ৩৬০’ উপশাখায় ‘জয়ী আলাপন’ নামে একটি বিশেষ মিটিং স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে যেটি ‘জয়ী’ গ্রাহকরা তাদের ব্যবসায়িক মিটিং পরিচালনার জন্য বুকিং দিয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়া উদ্যোগ বিষয়ে নিয়মিত কর্মশালা ও ট্রেনিং পরিচালনা করতে এখানে থাকছে ‘জয়ী পাঠশালা’ নামে বিশেষ কার্যক্রম। এছাড়া, এই উপশাখায় আইপিডিসি’র অন্যান্য নিয়মিত প্রোডাক্ট যেমন ডিপোজিট, হোম লোন, অটো লোনসহ সমস্ত সেবা চালু থাকবে।  

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর